ধর্ষণ কাণ্ডে ৫ বছর পলাতক, শেষে গ্রেফতার বিজেপি বিধায়কের ভাইপো

কে সেই ভাইপো?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-28 at 5.35.09 PM

হরি ঘোষ, দুর্গাপুর: অবশেষে ধরা পড়ল ৫ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ানো বিজেপি বিধায়কের ভাইপো। কাঁকসার নাবালিকা ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুইকে মঙ্গলবার সকালে রাজবাঁধ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর ও কাঁকসা জুড়ে। 

ঘটনা ২০২০ সালের ৫ই মে ঘটে। কাঁকসা থানায় দায়ের হয়েছিল এক নাবালিকার ধর্ষণের অভিযোগ। অভিযোগের আঙুল ওঠে বামনাবেড়া এলাকার বাসিন্দা সহদেব ঘড়ুইয়ের দিকে যে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ঘনিষ্ঠ আত্মীয়। অভিযোগ সামনে আসতেই তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে। তদন্তে নেমে পুলিশ বারবার তল্লাশি চালালেও কোনো খোঁজ মিলছিল না অভিযুক্তের। ৫ বছর ধরে গা ঢাকা দিয়ে ছিল সহদেব। আদালতের তরফে একাধিকবার হাজিরার নির্দেশ জারি হলেও সে ছিল অধরা। অবশেষে কাঁকসার রাজবাঁধ থেকে মঙ্গলবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে তাকে পাকড়াও করে পুলিশ। পরে তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।  তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, “বিজেপি বিধায়কের ছত্রছায়ায় থেকে এত বছর পালিয়ে থাকতে পারল কীভাবে? আমরা শাস্তি চাইছি"। অন্যদিকে, বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, “আইনের পথে যা হওয়ার তাই হবে"।

Rape