ফেটে গেছে মাথা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা! এবার অগ্নিমিত্রা পল

এবার বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। ফেটে গেছে মাথা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দলের এক কর্মী।

author-image
SWETA MITRA
New Update
agnimitra-paul

নিজস্ব সংবাদদাতাঃ এবার গুরুতর অভিযোগ তুললেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। আজ রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি একজন ব্যক্তি রক্তমাখা ছবি পোস্ট করেন। এরপর অগ্নিমিত্রা লেখেন, পশ্চিমবঙ্গেবিজেপির (BJP) বুথসভাপতিশ্যামলদাসেরউপরতৃণমূলেরনৃশংসতা প্রকাশ্যে। তাঁর ওপর নৃশংসভাবেনির্যাতন চালানোহয়েছেএবং বর্তমানেতিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ছে।   বিজেপিকেথামাতেতৃণমূলেরএজেন্ডাইহলহিংসা। আবারও নীরব দর্শকের ভূমিকা পালন করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। বরানগরথানারপক্ষথেকেএকটিওঅভিযোগদায়েরকরাহয়নি।লড়াইচলছে।‘