নন্দীগ্রামে গেরুয়া ঝড়

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়। বড় জয় পেল বিজেপি।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-08-31 at 6.15.53 PM

SSS

নিজস্ব সংবাদদাতা - আজ রবিবার নন্দীগ্রামের সোণাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে গেরুয়া ঝড়ে পর্যদুস্ত হল ঘাসফুল শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই ঘোষণা করেছিলেন এই নির্বাচনে জিতবে বিজেপি। সেই ভবিষ্যৎবাণী সঠিক প্রমাণ করেই এই নির্বাচনে জয়লাভ করলো বিজেপি। সোণাচুড়া কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে ১২ টি আসনে আজ ভোট হয়। তৃণমূল ১২ টি,বিজেপি ১২ টি ও সিপিআইএম ২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

bjp flag

ভোট শেষে দেখা যায় ১২ টি আসনেই নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছে বিজেপি। তৃণমূলের অভিযোগ ভোটের আগেরদিন রাতেই বিজেপি নেতারা টাকা দিয়ে ভোট কিনেছে,ভয় দেখিয়েছে ভোটারদের। তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি তৃণমূল নজিরবিহীন পুলিশি পাহারা দিয়ে জিততে চেয়েছিল। কিন্তু শেষরক্ষা হয়নি।