আরজি কর ইস্যুঃ থানা ঘেরাও-বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার!

মেদিনীপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
ল

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ রাজ্যের পাশাপাশি জেলাগুলোতেও থানা ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপির মহিলা মোর্চা। আর এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে মেদিনীপুর কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো মহিলা মোর্চার সদস্যরা। এদিন একটি প্রতিবাদ মিছিল করে কোতোয়ালি থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন। শান্তিপূর্ণভাবে দেখানোর পর সামনে রাস্তা অবরোধ করেও বিক্ষোভ দেখান তারা। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। এই প্রতিবাদ মিছিল থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন বিক্ষোভকারীরা। তারা অভিযোগ করেন আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িতকে লুকাতে এবং প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তৃণমূল সুপ্রিমোর সাংগপাঙ্গরা। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা রাজ্যজুড়ে যে প্রতিবাদ হচ্ছে তাকেও কটাক্ষ করা হয় মহিলা মোর্চার মিছিল থেকে।

ল,ম

ক্লম