বিজেপি নেতার 'হাওয়াই চপ্পল' তোপ

কি বললেন বিজেপি নেতা?

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-06 11.31.29 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে কোচবিহারে হামলার অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এই ঘটনার প্রতিবাদে আজ হাওড়ায় বিজেপির তরফে বিক্ষোভ চলাকালীন রাজ্য পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা প্রমোদ সিং।

তিনি বলেন, “বাংলার পুলিশ এখন মমতা ব্যানার্জির ‘হাওয়াই চপ্পল’ হয়ে গেছে। তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে, যখন রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানেরা হুলস্থুল কাণ্ড ঘটায়। এই জন্যই আমরা চপ্পল হাতে করে থানায় যাচ্ছি—এই চপ্পলগুলোই আমরা তাদের আয়না হিসেবে দেখাতে চাই।”

এই বক্তব্যের মাধ্যমে রাজ্য পুলিশের নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন প্রমোদ সিং। বিজেপির দাবি, পুলিশ রাজনৈতিক নির্দেশে কাজ করছে এবং শাসক দলের ছত্রচ্ছায়ায় বিরোধীদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না।

হাওড়ায় বিজেপি কর্মীরা এদিন 'জুতো প্রতিবাদ' কর্মসূচিতে অংশ নেন এবং স্লোগান তোলেন—“চপ্পল দেখাও, ন্যায় ফিরিয়ে আনো।”

এদিকে, এই মন্তব্য ও প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে রাজ্য রাজনীতিতে। এখন দেখার বিষয়, শাসক দল তৃণমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসন কী প্রতিক্রিয়া জানায় এই ‘হাওয়াই চপ্পল’ বিতর্কে।