পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে হবে পঞ্চায়েত ভোট। এদিকে ভোটকে পাখির চোখ করে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। এরই মাঝে সবং-এ এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা শুরু হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
bjp bengal.jpg

নিজস্ব প্রতিনিধি, সবংঃ সবংয়েবাড়িথেকেএক বিজেপি (BJP)নেতারঝুলন্তদেহউদ্ধার হল। বিজেপির অভিযোগ, গলায়দড়িদিয়েঝুলিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। যদিও অভিযোগ অস্বীকার করেছেতৃণমূল। ঘটনার পর থেকেই এলাকায়মোতায়েন করা হয়েছেপুলিশ বাহিনীকে।

 মারাঠি ভাষা লিখতে ও বলতে পারেন? এখনই Apply করুন

পঞ্চায়েতনির্বাচনের দিনক্ষণঘোষণা হওয়ারপরেএইধরনেরঘটনায়চাঞ্চল্যছড়িয়েছেসবংজুড়ে।এই ঘটনাটি ঘটেছেপশ্চিমমেদিনীপুরজেলারসবংব্লকেরনংবলপাইঅঞ্চলেরবলপাইএলাকায়। পানিথরএলাকারবিজেপিরবুথসভাপতিদীপকসামন্তরনিজেরবাড়িথেকেইতাঁরঝুলন্তমৃতদেহউদ্ধারহয়৷ বৃহস্পতিবার  দুপুরেরএইঘটনায়রীতিমতোচাঞ্চল্যছড়ালোএলাকায়।  পরেসবংথানারপুলিশএসেবিজেপিরবুথসভাপতিরমৃতদেহউদ্ধারকরেনিয়ে যায়।

পাঞ্জাবি ভাষায় দক্ষতা আছে? এখনই Apply করুন

অপরদিকেবিজেপিরঅভিযোগ,বুথসভাপতিকেবিভিন্নহুমকিশাসানিদেওয়াহয়৷ তারপরতাকেমেরেগলায়দড়িদিয়েঝুলিয়েদিয়েছেতৃণমূল। যদিওথানায়এখনওলিখিতঅভিযোগদায়েরহয়নি।অপরদিকেতৃণমূলকংগ্রেসেরদাবী,পারিবারিকবিবাদ, জমিজায়গাসংক্রান্তবিবাদের জেরে  মানসিকঅবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি। সে জন্যগলায়দড়িদিয়েআত্মহত্যাকরেছে দীপক সামন্ত।আরএটাকেনিয়েবিজেপিরাজনীতিশুরুকরেছে। পুরোবিষয়টিখতিয়েদেখছেসবংথানারপুলিশ।