নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কেন্দ্রীয় বিজেপি বিরোধী জোট ইন্ডিয়াকে উপেক্ষা করে বিজেপি-সিপিআইএম জোট করে বোর্ড গঠন হল মহিষাদলে। প্রশ্ন তুলতেই মারমুখী দলবদলু বিজেপি নেতা।
সিপিএম জোটে অঞ্চল গড়ল বিজেপি। মহিষাদল অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের আজ বোর্ড গঠন করা হয়। সেখানে ১৮টি সিটের বিজেপি ৮, তৃণমূল ৮,বাকি ২টি আসন পায় সিপিএম। আজ পুলিশের তৎপরতায় ওই অঞ্চলে বোর্ড গঠন শুরু হয়। সেই বোর্ড গঠনে দেখা গেল সিপিএমের দুই প্রার্থী সমর্থন দিল বিজেপিকে। ফলে বিজেপি মোট ১০টি আসন নিয়ে অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের বোর্ড গঠন করল। প্রশ্ন উঠছে কেন্দ্রে বিজেপিকে ঠেকাতে একাধিক বিরোধী দলের সমর্থনে ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছে। সেই জায়গায় কীভাবে সিপিআইএমের সমর্থন নিয়ে বিজেপি বোর্ড গঠন করল? আর এই প্রশ্ন তুলতেই মারমুখী হয়ে উঠলেন স্থানীয় বিজেপি নেতা রঘুনাথ পন্ডা। বচসায় জড়িয়ে পড়লেন সাংবাদিকদের সাথে। ধাক্কাধাক্কিও হয় কর্মীদের সাথে সাংবাদিকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us