'আন্দোলন থামাতে এলে গণধোলাই', পুলিশকে হুমকি বিজেপি নেতার

কে দিলেন এই হুমকি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-08 at 4.40.02 PM

 হরি ঘোষ, কাঁকসা: উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ করতে গিয়ে আক্রান্ত হয়েছিল বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে মঙ্গলবার সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছিল বিজেপি। কাঁকসার মুচিপাড়াতে পথ অবরোধ করে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা। সেখানেই মাইক হাতে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশকে হুমকি দিয়ে বলেন, "সাদা পোশাক পরে মাল তুলছেন তুলুন আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমাদের আন্দোলন থামাতে এলে গণধোলাই হবে। আমাদের সাংসদ-বিধায়করা মার খাবে আর আপনারা বসে বসে দেখবেন এটা আর হবে না। এবার পাল্টা দাওয়াই দেওয়া শুরু হবে। বিজেপি কর্মীদের ওপর চোখ তুলে তাকালে চোখ উপরে নেওয়ার ব্যবস্থা করছি"। এই বিষয়ে জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, "চরম অসাংবিধানিক কথাবার্তা বলেছেন উনি। যে ঘটনা ঘটেছে উত্তরবঙ্গে সেই ঘটনার বিরোধিতা আমিও করছি। উত্তরবঙ্গে তো বিজেপির বেশি দাপট। যেখানে এই ঘটনা ঘটেছে সেইখানে গিয়ে আপনারা প্রতিবাদ করুন। দুর্গাপুরের মত শান্ত জায়গাকে অশান্ত করছেন এটা মোটেও গ্রহণযোগ্য নয়"।

bjp flag