এবার শিল্পপতি সৌরভ! 'আধডজন চটিচাটাকে নিয়ে'...কটাক্ষ BJP নেতার

আবারও সকলের চর্চার বিষয় হয়ে উঠলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

author-image
SWETA MITRA
New Update
mamata sourva.jpg

নিজস্ব সংবাদদাতাঃ গতকাল স্পেনে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিজনেস সামিটে তিনি জানান, ‘পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছি।‘ ব্যস এদিকে এই নিয়ে এবার আসরে নামলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি আজ শনিবার এক টুইট বার্তায় বলেন, ‘সৌরভনাকিমেদিনীপুরেরশালবনিতেইস্পাতকারখানাকরবেন! সাধুপ্রস্তাব! কেবলআমারজিজ্ঞাস্য, বাঙালিরআইকনসৌরভকেএইসুসংবাদটাদিতেপশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রীকেস্পেনপর্যন্তযেতেহল (ভায়াদুবাই) ! তাওজনসাধারণেরখরচে, বগলেআধডজনচটিচাটাকেনিয়ে ! কিন্তুএসবসমালোচনায়।‘