/anm-bengali/media/media_files/EMovoWl5XLInm5ona9sz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গতকাল স্পেনে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বিজনেস সামিটে তিনি জানান, ‘পশ্চিম মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ছি।‘ ব্যস এদিকে এই নিয়ে এবার আসরে নামলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। তিনি আজ শনিবার এক টুইট বার্তায় বলেন, ‘সৌরভনাকিমেদিনীপুরেরশালবনিতেইস্পাতকারখানাকরবেন! সাধুপ্রস্তাব! কেবলআমারজিজ্ঞাস্য, বাঙালিরআইকনসৌরভকেএইসুসংবাদটাদিতেপশ্চিমবঙ্গেরমুখ্যমন্ত্রীকেস্পেনপর্যন্তযেতেহল (ভায়াদুবাই) ! তাওজনসাধারণেরখরচে, বগলেআধডজনচটিচাটাকেনিয়ে ! কিন্তুএসবসমালোচনায়।‘
সৌরভ নাকি মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা করবেন!
— Tathagata Roy (@tathagata2) September 16, 2023
সাধু প্রস্তাব! কেবল আমার জিজ্ঞাস্য, বাঙালির আইকন সৌরভকে এই সুসংবাদটা দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে স্পেন পর্যন্ত যেতে হল (ভায়া দুবাই) ! তাও জনসাধারণের খরচে, বগলে আধডজন চটিচাটাকে নিয়ে !
কিন্তু এসব সমালোচনায়
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us