চীনা ফৌজ নবান্নকে আক্রমণ করতে আসছে

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, নবান্ন অভিযান সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
x tathagata roy sad face

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, নবান্ন অভিযান সম্পর্কে বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "আমার এই বিষয়টা খুব অদ্ভুত লাগছে।

tathagataaagh.jpg

পুলিশ যেভাবে জল কামান,ড্রোন কন্টেইনার, ব্যারিকেড দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করছে, দেখে মনে হচ্ছে কোনও ছাত্র সমাজ নয়, চীনা ফৌজ নবান্নকে আক্রমণ করতে আসছে এবং মাননীয়ার প্রাণ সংশয় হচ্ছে। সাধারণ মানুষের খরচায় এরকম কি করার কিছু প্রয়োজন ছিল? একটা বিষয় জলের মতো স্পষ্ট হয়ে গেছে যে  মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জনরোষকে অসম্ভব ভয় পেয়েছেন।" 

a


তিনি আরও বলেছেন, "গণতান্ত্রিক দেশে যে কেউ যে কারোর সঙ্গে দেখা করতে পারে। দেখা করা তো অন্যায় নয়। আর যারা মিছিলে এসেছে, তারা তো অন্য কোন দলের পতাকা নিয়ে আসেনি, তারা জাতীয় পতাকা নিয়েএসেছিল। তাই আগে ছাত্র সমাজ ছিল কিনা, কে কার সঙ্গে দেখা করেছে আর করেনি, এগুলো নিয়ে গবেষণা করে কিছু হবে না।"