/anm-bengali/media/media_files/CJzM9ca35JMnUnd4R9Qt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিরোধীদের জোট (Opposition Unity) নিয়ে এবার ময়দানে নামলেন বিজেপি নেতা ও বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। তিনি আজ বৃহস্পতিবার কয়েকটি ছাগলের বাচ্চার ভিডিও পোস্ট শেয়ার করেন টুইটারে। এরপর সেই ভিডিও শেয়ার করে বিজেপি নেতা লেখেন, ‘বিরোধীদের প্রধানমন্ত্রী হবার তোড়জোড় চলছে। মমতা নীতীশ মায়াবতী তেজস্বী উদ্ভব স্টালিন রাহুল। ২১টা দলের জোট বলে কথা। প্রত্যেকদিন নতুন প্রধানমন্ত্রী.... বিরোধীরা যদি আর তিনটে দল জুড়ে নিতে পারে তাহলেই প্রত্যেক ঘন্টায় একজন করে প্রধানমন্ত্রী সম্ভব।‘
বিরোধীদের প্রধানমন্ত্রী হবার তোড়জোড় চলছে
— Tarunjyoti Tewari (@tjt4002) June 1, 2023
মমতা নীতীশ মায়াবতী তেজস্বী উদ্ভব স্টালিন রাহুল।। ২১ টা দলের জোট বলে কথা।।
প্রত্যেকদিন নতুন প্রধানমন্ত্রী.... বিরোধীরা যদি আর তিনটে দল জুড়ে নিতে পারে তাহলেই প্রত্যেক ঘন্টায় একজন করে প্রধানমন্ত্রী সম্ভব 🤣🤣 pic.twitter.com/RN0YiCrux0
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us