কিছু হলেই দুবাই কেন ছোটেন অভিষেক-রুজিরা ব্যানার্জি?

কয়লা পাচারকাণ্ডে আজ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে  নোটিশ ধরায় ইডি (ED)। আজ দুবাই যাওয়ার পথে তড়িঘড়ি বিমানবন্দরেই রুজিরাকে আটকে দেন ইডির আধিকারিকরা।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
abhishek rujira.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কয়লা পাচারকাণ্ডে (Coal Scam) আজ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে  নোটিশ ধরায় ইডি (ED)। আজ দুবাই যাওয়ার পথে তড়িঘড়ি বিমানবন্দরেই রুজিরাকে আটকে দেন ইডির আধিকারিকরা। এবার এই প্রসঙ্গেই সরব হলেন বিজেপির অন্যতম মুখপাত্র ও বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tiwari)। এক টুইটবার্তায় বিজেপি নেতা লেখেন, ‘অভিষেকব্যানার্জিএবংরুজিরাব্যানার্জিকিছুহলেইদুবাইকেনযায়? কিআছেদুবাইয়ে?