New Update
/anm-bengali/media/media_files/UZkKhZTNr30fKYm136ND.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতা তারুণজ্যোতি তিওয়ারি তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে টুইট করেছেন। তিনি বলেছেন, “তৃণমূল প্রচার করছে যে কেন্দ্রীয় বঞ্চনার ফলে পশ্চিমবঙ্গ টাকা পাচ্ছে না। কেন্দ্র তো বলছে, হিসেব দাও টাকা নাও। যদি সত্যি বঞ্চনা হয়ে থাকে তাহলে কোর্টে যাচ্ছে না কেন? দুর্নীতির তদন্ত আটকাতে এবং চোরদের বাঁচাতে তৃণমূল কোর্টে যায় কিন্তু এক্ষেত্রে যাচ্ছে না কেন?”
তৃণমূল প্রচার করছে যে কেন্দ্রীয় বঞ্চনার ফলে পশ্চিমবঙ্গ টাকা পাচ্ছে না।।
— Tarunjyoti Tewari (Modi Ka Parivar) (@tjt4002) April 28, 2024
কেন্দ্র তো বলছে, হিসাব দাও টাকা নাও।।
যদি সত্যিই বঞ্চনা হয়ে থাকে তাহলে কোর্টে যাচ্ছে না কেন?
দুর্নীতি তদন্ত আটকাতে এবং চোরদের বাঁচাতে তৃণমূল কোর্টে যায় কিন্তু এক্ষেত্রে যাচ্ছে না কেন? pic.twitter.com/xqE5NoG8C1
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us