নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “বাঁকুড়া জেলার রায়পুর-১ ব্লকের মেলারা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগসাজশে তোলামুলের চোরেদের বর্ষায় রোপণ করা বাদামের বীজ চুরি করতে দেখা যায়।”
/anm-bengali/media/media_files/j9S8HZia3qG94JD04RdB.jpg)
তিনি আরও বলেছেন, “সেন্ট্রাল স্পনসরড - এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি (ATMA) প্রকল্পের আওতায় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এই বাদাম সরবরাহ করেছিল। আমি মাননীয় কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী শিবরাজ চৌহান এবং কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়কে ঘটনাটি নোট করা ও যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)