/anm-bengali/media/media_files/e0mdEFHrkUY2ErAfj5NK.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ২০২৪ লোকসভা নির্বাচন নিয়ে রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী।
/anm-bengali/media/media_files/cuMcz9DjGQsc2ocOi3JA.jpg)
তিনি টুইট করে বলেছেন, “স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুরের পবিত্র ভূমিতে পদার্পণ করার আগে স্মরণে রাখা উচিত স্বাধীনতা সংগ্রামী, শহিদ, বিপ্লবী, সমাজ সংস্কারক, বিশিষ্ট লেখক, শিল্পী, প্রাতঃস্মরণীয় পূজ্যপাদ মহান ব্যক্তিত্বদের জন্মভূমি ও কর্মভূমি হল মেদিনীপুর। এখানকার বাসিন্দাদের পুঁজি হল স্বাভিমান ও আত্মমর্যাদা। যারা এই কথা ভুলে, এই পবিত্র ভূমির উদ্দেশ্যে কুকথা বলতে দ্বিধা করেন না, তাদের জন্য এখানকার লোকদের মনে কোনও স্থান নেই।”
স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুরের পবিত্র ভূমি তে পদার্পণ করার আগে স্মরণে রাখা উচিত স্বাধীনতা সংগ্রামী, শহিদ, বিপ্লবী, সমাজ সংস্কারক, বিশিষ্ট লেখক, শিল্পী, প্রাতঃস্মরণীয় পূজ্যপাদ মহান ব্যক্তিত্বদের জন্মভূমি ও কর্মভূমি হলো মেদিনীপুর।
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 16, 2024
এখানকার বাসিন্দাদের পুঁজি হলো স্বাভিমান… pic.twitter.com/9OsmnafpXB
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us