/anm-bengali/media/media_files/pZnK2BwaAOW0b0EqEoMD.webp)
নিজস্ব সংবাদদাতা: লোকসভা নির্বাচনের আবহে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষ সম্পর্কে, এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত বলেছেন, " তৃণমূলের রাজত্বে ভোট হবে কিন্তু দাঙ্গা হবে না, এটা হতে পারে না।
/anm-bengali/media/post_attachments/63a50a0e8e414830b1f2587e19fb1664e8c053a4008ed7399a67aeae3bff6a40.jpeg)
পঞ্চায়েত ভোট হোক কিংবা পুরসভা ভোট হোক, তৃণমূল সবসময় ছাপ্পা মেরেই ভোটে জেতে। বিধানসভা এবং লোকসভা নির্বাচনেও চেষ্টা করে। কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকে বলে হয়তো এই ঘটনাগুলো কম হয়।
/anm-bengali/media/post_attachments/a901c82febd58187cdd740cf158cf0d6ea225da2090632bc49320ecbc96d5523.jpg)
কিন্তু লোকসভা নির্বাচনের আবহে যেসব দাঙ্গা হয়েছে তা ভীষণ লজ্জাজনক। গোপালপুরে বিজেপি কর্মীদের মারা হয়েছে, পানিহাটিতে তাদের মারা হয়েছে। ভোট মিটে যাবার পরেও বাড়িতে বাড়িতে গিয়ে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। এটা ভাবা যায় না। আরও একটা নতুন কালচার শুরু করেছে তৃণমূল। বিজেপি প্রার্থীরা ভোটগ্রহণ কেন্দ্রে গেলেই তাদেরকে দেখে 'গো-ব্যাক' স্লোগান দিচ্ছে। এটা কখনোই কাম্য নয়।"
/anm-bengali/media/post_attachments/877c02ef402bfcde7758752796a88a33241f0f5cc89d76c0b674af012c307f7a.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us