/anm-bengali/media/media_files/DI3uJEtMcL6nyanZdTjG.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: তিনি বিজেপির আদি নেত্রী এবং জেলার সহসভাপতি। কিন্তু তিনিই পেলেন না টিকিট। এবার জেলা বিজেপির কার্যালয়ের সামনে শুয়ে বিক্ষোভ দেখালেন বিজেপির জেলা সহসভাপতি বীণা ঝাঁ। তাঁর অভিযোগ, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন যাঁরা তাঁরাও টিকিট পেয়েছেন অথচ বাদ পড়েছেন বীণা দেবী। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ঘটেছে এই ঘটনা।
শুক্রবার সকাল থেকেই অনশন বিক্ষোভ দেখাতে শুরু করেন বীণা ঝাঁ। অভিযোগ করেন যে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন প্রাক্তন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বিদায়ী সহকারী সভাপতি মানস ঘোষ ও তাঁর স্ত্রী। তাঁরা পেয়েছেন টিকিট। অথচ বীণা দেবীকে প্রার্থী করা হল না। বীণা ঝাঁ বলেন যে তিনি জেলা সভাপতির কাছে বিচার চাইতে শুয়ে রয়েছেন বিজেপির অফিসের বাইরে। মানস ঘোষের জন্য গত পঞ্চায়েত নির্বাচন রক্তক্ষয়ী হয়েছিল। বোমা-গুলিতে চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল বলে অভিযোগ তোলেন বীণা ঝাঁ। অন্যদিকে, জেলা সভাপতি বাসুদেব সরকার বলেছেন যে দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। বীণা দেবী অনশন তুলে নিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us