/anm-bengali/media/media_files/sajal-ghosh-2.webp)
নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের লোকসভা নির্বাচনের সঙ্গে, অনুষ্ঠিত হয়েছিল বরানগর বিধানসভার উপনির্বাচনও। এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।
/anm-bengali/media/media_files/sajal-ghosh-5.jpg)
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল, অভিনেত্রী তথা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। এই নির্বাচনে পরাজিত হন বিজেপি নেতা সজল ঘোষ। এই সম্পর্কে এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, "নির্বাচন হোক বা অন্য যেকোনও প্রতিযোগিতা, যিনিই অকৃতকার্য হোন না কেন, তার তো একটা আক্ষেপ থাকেই।
/anm-bengali/media/media_files/sajal-ghosh-7.jpg)
কিন্তু এই আক্ষেপে সময় নষ্ট না করে পরবর্তী সময়ের দিকে মনোযোগ দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি সেটাই করার চেষ্টা করছি। আমি মানুষের পাশে থাকবো। মানুষের সেবা করার সময় যদি বিধায়কের পদে থাকা যায়, তবে প্রশাসনিক সুবিধাগুলি পাওয়া যায়। আমি মানুষের জন্য রক্ত দেব, আমি মানুষকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা করবো। কায়িক পরিশ্রমের মাধ্যমে মানুষকে যতটা সাহায্য করা যায়, করবো আমি।"
/anm-bengali/media/post_attachments/aebba0ac7d36125b16c75d723568231f77bcdba35d078699af6fc1a31d4371ac.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us