'মহিলারা বাড়িতে খাঁড়া রাখুন-পাঁঠা বলি হবে ধর্ষকও, পুলিশ...', বড় নিদান বিজেপি নেতার

আরজি কর কাণ্ডে উত্তাল গোট দেশ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
bjp flag

file pic

নিজস্ব সংবাদদাতাঃআরজি কর-কাণ্ডে ছাত্র সমাজ থেকে শুরু করে চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী, অভিনেতা-অভিনেত্রী সকলেই নেমেছেন পথে। এর মধ্যেই ফের একবার বড় নিদান বিজেপি নেতার। কাটোয়া সাংগঠনিক বিজেপি সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, "আমি জেলার নারী জাতিকে বলতে চাই আপনার বাড়িতে যদি কোনও ধর্ষক যদি কুকর্ম করতে যায়,আপনি থানায় ফোন করবেন,থানার ড্রাইভার ডাকতে ডাকতে পুলিশ যেতে দুর্বৃত্ত তার কাজ করে চলে যাবে। আমরা দুর্গা পুজো করি। দুর্গার দশ হাতে কী আছে? আমি বলছি না আপনারা আগ্নেয়াস্ত্র রাখুন। ঘরে খাঁড়া রাখবেন। ঘরে খাঁড়া রাখা অন্যায় নয়। আপনার বাড়িতে, পাড়ায় কালী পুজো হয়। ছাগ পাঁঠাও হবে, ধর্ষক পাঁঠাও বলি হবে।"

এরপর তিনি আরও বলেন, "খাঁড়া রাখার জন্য প্রশাসন গ্রেফতার করলে আমরা আছি।"

পরে বিজেপি নেতা বলেন, "আগ্নেয়াস্ত্র রাখতে হবে না। কিন্তু বাড়িতে আত্মরক্ষার জন্য খাঁড়া রাখতে বলেছি।"