হুগলী লোকসভার মানুষ এবার চোখে ধোঁয়া দেখবেন!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, হুগলী লোকসভার নবনির্বাচিতা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, হুগলী লোকসভার নবনির্বাচিতা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "হুগলী লোকসভার মানুষ এবার চোখে ধোঁয়া দেখবেন। ভারতীয় জনতা পার্টির নেত্রী তথা প্রাক্তন সংসদ লকেট চট্টোপাধ্যায় জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দাদের জন্য বেশ কিছু প্রকল্পও এনে দিয়েছেন।

1711201972_rachana-locket

সেইসব বাদ দিয়ে জনগণ যদি কোনও রিয়্যালিটি-শো এর তারকাকে বেছে নেন, তবে রিয়্যালিটি-শো হবে। সেখানে কাজ কিছু হবেনা। কারণ, তার যা পেশা, তিনি তো সেটা ছাড়বেন না। লকেট চট্টোপাধ্যায় রাজনীতির জন্য নিজের অভিনয় জীবনকে বর্জন করে দিয়েছেন। অবশ্যই জনতা জনার্দন। তারা যা সিদ্ধান্ত নিয়েছে আমরা তা মাথা পেতে নেব।

publive-image

আমরা তো তৃণমূল নই যে যেখানে জিতবো সেটা গণতন্ত্রের জয়। আবার যেখানে জিততে পারলাম না, সেখানে বলবো গন্ডগোল হয়েছে। এসব বাজে যুক্তি আমরা দিই না। জনগণের রায় আমরা মাথা পেতে নিয়েছি। পরবর্তীকালে অবশ্যই দলের মধ্যে আত্মসমীক্ষা করা হবে।"

Add 1