‘যা আইন তাই নাকি মৃত্যু!’ অবাক দাবি বিজেপি নেতার

আদালতের নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Jitendra Tiwari

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: গতকালই হাইকোর্টে চরম ভর্ৎসিত হতে হয়েছে ইডিকে। ডিভিশন বেঞ্চ সরাসরি জিজ্ঞেস করেছে, ’১৯ মাস ধরে কি তদন্ত চালালেন?’ এখানেই শেষ নয়, রীতিমতো নিয়োগ দুর্নীতি মামলার জন্যে ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত। ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এই মামলার তদন্ত প্রক্রিয়া। এমন ভাবেই গতকাল আদালতের কাছে মাথা হেঁট হয় ইডির।

আর এবার আদালতের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুধু সাধুবাদই নন, আইনের সাথে তুলনা করেছেন মৃত্যুর। নিজের এক্স হ্যান্ডেলে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, ‘কানুন মৃত্যু কি তরহা হোনা চাহিয়ে, জো কিসিকো না ছোড়ে’। অর্থাৎ, ‘আইন মৃত্যুর মত হওয়া উচিত। যেরকম মৃত্যুর হাত থেকেও কেউ বাঁচতে পারে না, ঠিক তেমনিই আদালতের হাত থেকেও যেন কেউ না বাঁচে’। অনেকেই মনে করছেন জিতেন্দ্র তিওয়ারি অভিষেকের নাম উচ্চারণ না করলেও, ওনাকেই উল্লেখ করে লিখেছেন। তাই এহেন টুইট করেছেন।