New Update
/anm-bengali/media/media_files/JTEDuQHeo5qFWSnh6pZS.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূলের বিরুদ্ধে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। আজ বুধবার এক টুইট বার্তায় এই বিজেপি নেতা বলেন, ‘বাংলার গরীব কৃষকদের পেটে লাথি মেরে তৃণমূল (TMC) আশ্রিত হার্মাদদের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে চাল ক্রয় করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতর। কৃষক মেরে কৃষক প্রেম।‘
বাংলার গরীব কৃষকদের পেটে লাথি মেরে তৃণমূল আশ্রিত হার্মাদদের কাছ থেকে টেন্ডারের মাধ্যমে চাল ক্রয় করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতর।
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) July 19, 2023
কৃষক মেরে কৃষক প্রেম ।।@PTI_Newspic.twitter.com/CXjhMJQJrb
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us