/anm-bengali/media/media_files/YHZBEQj8N5oJYxkL4XtE.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) ২৪ ঘণ্টা আগে এক বিস্ফোরক ভিডিও প্রকাশ্যে আনলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এএনএম নিউজ। আজ শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন জিতেন্দ্র তিওয়ারি। এই ভিডিওতে একজনকে হুমকি দিতে শোনা যাচ্ছে। জিতেন্দ্র তিওয়ারি টুইটে লেখেন, ‘চন্দন তুরি বচ্চন, যিনি পান্ডেশ্বরের বানবাহাল এলাকার তৃণমূল প্রার্থী প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। তাঁকে বলতে শোনা যাচ্ছে, (জো ভোট দেনে জায়েগা ও আপনা সামঝেগা) অর্থাৎ যে ভোট দিতে যাবে সে নিজেরটা বুঝে নেবে। আর এটাই হল অভিষেকের নবজোয়ার যাত্রার প্রভাব।‘
Chandan Turi@Bachhan
— Jitendra Tiwari * জিতেন্দ্র তিওয়ারি (@JitendraAsansol) July 7, 2023
A candidate of TMC from Banbahal Area of Pandeswar openly threatening
(Jo bhot dene jayega wo apna Samjhega)
This is the effect of Nabajowar Yatra of Abhishek pic.twitter.com/429RkVEB86
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us