/anm-bengali/media/media_files/a9SUMKAweOPH0vIZC7Lb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারতী ঘোষ (Bharati Ghosh), একজন দুঁদে রাজনৈতিক নেত্রী ও প্রাক্তন আইপিএস অফিসার। যার নাম শুনলে এক সময়ে অপরাধীদের ঘাম বেরিয়ে যেত বলে দাবি করা হয়। বর্তমানে তিনিও বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। কালিয়াগঞ্জকাণ্ড (Kaliagunj) নিয়ে ভারতী ঘোষ বলেন, 'কোনও অপরাধ সংঘটিত হলে পুলিশের যে সমস্ত নিয়ম মেনে চলা উচিৎ সেগুলো তাঁরা বর্তমানে উপেক্ষা করেছে। পুলিশ অত্যন্ত অমানবিক উপায়ে মেয়েটির দেহটি টেনে নিয়ে যায়। অপরাধের পুরো প্রক্রিয়ায় পুলিশ সক্রিয় অংশীদার হয়ে উঠেছে। তারা অপরাধস্থল ঢেকে রাখার চেষ্টা করছে, প্রমাণ ধ্বংস করছে এবং অপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে।' উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
West Bengal | Police overlooked all rules that they must follow when any crime is committed. They dragged the body in a very insensitive manner. Police have become an active participants in the whole process of crime. They are trying to cover the crime scene, destroy evidence and… pic.twitter.com/61rmKR1huw
— ANI (@ANI) April 22, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us