বিরোধীদের হতাশার ও কুৎসার দফতর!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বিরোধীদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: চলতি বছরের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না বিজেপি। এই বিষয়ে নানান মন্তব্য করছে বিরোধীরা। এই সম্পর্কে এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত বলেছেন, "একজন ফেল করা ছাত্র আজকে ৩৫ পেয়ে পাশ করেছে। অন্যদিকে যে ছেলেটি পুরো নম্বর পায় সে ১০০ তে ৯০ পেয়েছে। তাই ৩৫ পাওয়া ছেলেটা আজ ৯০ পাওয়া ছেলেটার দিকে তাকিয়ে ঠাট্টা করছে।

publive-image

তাকে নিয়ে হাসাহাসি করছে। এটাই হয়ে গেছে বিরোধীদের বিষয়। বিরোধীরা অনেক কিছুই দাবি করছে। তাদের তো নিজের জোটেরই ঠিক নেই।

publive-image

চন্দ্রবাবু নাইডু বলেছেন, 'এটা নরেন্দ্র মোদীর সরকার। তিনি যেই দিশা দেখাবেন আমরা সেই পথে চলবো।' সুতরাং, কে কোন দফতর চাইছে, সেই নিয়ে বিজেপি বা চন্দ্রবাবু নাইডু কেউ কিছুই বলেনি। বিরোধীদের একটাই দফতর রয়েছে। হতাশা ও কুৎসার দফতর। সুতরাং, তারা এই দফতরটিকে ৩০টি আসনের মধ্যে ভাগাভাগি করে নিক।"

Add 1