/anm-bengali/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-08-14-2025-08-14-15-26-05.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর: ন্যাড়া মাথা, গায়ে পাঞ্জাবি- গরু কাণ্ডে ধরা পড়া বিজেপি যুব মোর্চা নেতা পারিজাতের ৫ দিনের পুলিশি হেফাজত। ৩১ জুলাই, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গ্যামন ব্রিজ সংলগ্ন এলাকায় গরু বোঝাই পিকআপ ভ্যান আটকিয়ে পাচারকারী সন্দেহে কয়েকজনকে প্রকাশ্যে চরম নিগ্রহের অভিযোগের কেন্দ্রে ছিলেন পারিজাত গঙ্গোপাধ্যায়। ঘটনায় একে একে ৯ জনকে ধরলেও মূল অভিযুক্ত তখনও অধরা।রবিবার রাতে ধানবাদের কাছে শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে সেই পারিজাত। চারপাশে ক্যামেরার ফ্ল্যাশের মাঝে কড়া নিরাপত্তায় নিয়ে আসা হয় কোকওভেন থানায়। সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় তাকে। আদালত নির্দেশ দিয়েছে ৫ দিনের পুলিশি হেফাজতের। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেছেন, "পারিজাত আত্মসমর্পণ করেছে"। পাল্টা কটাক্ষ করে জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, "পুলিশ ধানবাদ থেকে ধরে এনেছে তাকে। অপরাধ করেছে সেই জন্য গ্রেফতার হয়েছে। আদালতে বিচার হবে। ও যা অন্যায় করেছে দুর্গাপুরের মানুষ ক্ষমা করবে না। সাবধানে থাকুন"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/14/whatsapp-image-2025-08-14-2025-08-14-15-26-18.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us