New Update
/anm-bengali/media/media_files/fS52ISAKC5FWIiYTvBg0.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২১ সালের বিধানসভা ভোটে ধূপগুড়ি (Dhupguri) হাতছাড়া হয়েছিল তৃণমূলের। যদিও ২০২৩ সালের উপ নির্বাচনে এই আসনে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল। দীর্ঘ দুবছর পর বিজেপি (BJP)-র কাছ থেকে এই আসন ছিনিয়ে নিয়েছে শাসক দল তৃণমূল। গতকাল এই আসনের ভোটগণনার পর জানা যায়, এই আসনে জিতে গিয়েছেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নির্মলচন্দ্র রায়। যদিও এই নিয়ে এখনই বিতর্ক থামছে না বঙ্গ গেরুয়া শিবিরে। একপ্রকার বড় মন্তব্য করে শিরোনামে উঠে এলেন ধূপগুড়ির বিজেপির জেলা সম্পাদক অজয় সাহা। তাঁর আশঙ্কা, ধূপগুড়ির পুনরাবৃত্তি ঘটতে পারে কোচবিহারে। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ‘আজকে বলে রাখছি পরে মিলিয়ে নেবেন, ২০২৪ সালে ধূপগুড়ির পুনরাবৃত্তি কোচবিহার লোকসভা সিটেও হবে যদি কিনা নতুন মুখ না হয়।‘
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us