New Update
/anm-bengali/media/media_files/x12safptS876x5x17vrN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসকে নিশানা করে টুইট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, “পুলিশের চোখে ফেরার, কিন্তু ঘটা করে বিয়ে করলেন আড়িয়াদহের মূল অভিযুক্ত জয়ন্ত সিংহর ডান হাত রাহুল গুপ্তা।
/anm-bengali/media/media_files/Lom8VhXg9NBU96LfwZc8.jpg)
পুলিশ হাজার খুঁজেও পাচ্ছেন না মা ও ছেলে পেটানোয় অভিযুক্ত রাহুলকে, এদিকে কলকাতার প্রাণকেন্দ্র ভবানিপুরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে রাহুল।
তাহলে কি ভবানিপুরের একটি বিশেষ রাজপ্রাসাদে সুরক্ষা পেয়েছেন রাহুল? আপনারা কি বলেন?”
পুলিশের চোখে ফেরার, কিন্তু ঘটা করে বিয়ে করলেন আড়িয়াদহের মূল অভিযুক্ত জয়ন্ত সিংহর ডান হাত রাহুল গুপ্তা। পুলিশ হাজার খুঁজেও পাচ্ছেন না মা ও ছেলে পেটানোয় অভিযুক্ত রাহুলকে, এদিকে কলকাতার প্রাণকেন্দ্র ভবানিপুরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে রাহুল।
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 13, 2024
তাহলে কি ভবানিপুরের একটি বিশেষ… pic.twitter.com/h9apHzW7Qr
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us