অগ্নিমিত্রা পাল- ভোটব্যাঙ্কের জন্য অপরাধীদের আশকারা মমতার! ফাঁস হয়ে গেল

তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।

author-image
Probha Rani Das
New Update
agnimitra mamatakl.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃবিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, “ভারতীয় জনতা পার্টির বিধায়ক আর তৃণমূলের বিধায়কের মধ্যে পার্থক্য ঠিক কোথায় জানেন? মণিপুর, হাথরস এবং উন্নাও-এর মতো ঘটনা ঘটলে আমরা প্রতিবাদ করি

agnimitra ey1.jpg

আর হামিদুর রহমানের মতো টিএমসি বিধায়করা যারা মেয়েটির চরিত্রের দিকে আঙ্গুল তোলে এবং পুলিশের এই সমস্ত ঘটনাকে পারিবারিক বিবাদ বলে, কারণ তাদের জন্য এগুলি বলা খুবই সহজ। পশ্চিমবঙ্গের মহিলারা আর মানবে না এই অত্যাচার।

৩০ শতাংশ ভোটব্যাঙ্কের জন্য অপরাধীদের আশকারা দেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ তো মুসলিম রাষ্ট্র নয়, যে এই ধরণের শরিয়ত আইন অনুযায়ী মানুষের উপর তারা অমানবিক অত্যাচার করবে।” 

Adddd