/anm-bengali/media/media_files/x12safptS876x5x17vrN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
তিনি টুইট করে বলেছেন, “ছানি অপারেশনের পর আর দেখতে পাচ্ছেন না। খাস কলকাতায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসার পরে অন্তত ২৫ জন রোগীর পরিবারের তরফে একই অভিযোগ ঘিরে শোরগোল শুরু হয়েছে গার্ডেনরিচ এলাকায়।
/anm-bengali/media/media_files/r2uDMCIIDEFqrIDYCbRl.jpg)
তবে এই ঘটনা তো প্রথমবার নয়, তৃণমূলের সাংসদকেই দেওয়া হয়েছে ভুয়ো ভ্যাকসিন। মুখ্যমন্ত্রীর নির্দেশে নার্সের অবর্তমানে সিভিক ভলান্টিয়াররা যদি স্বাস্থ্য পরিষেবা দেয়, তাহলে এই ধরনের ঘটনা ঘটা যে অস্বাভাবিক নয়, তা আর বলার অপেক্ষা রাখে না।”
ছানি অপারেশনের পর আর দেখতে পাচ্ছেন না। খাস কলকাতায় একটি সরকারি হাসপাতালে চিকিৎসার পরে অন্তত ২৫ জন রোগীর পরিবারের তরফে একই অভিযোগ ঘিরে শোরগোল শুরু হয়েছে গার্ডেনরিচ এলাকায়। তবে এই ঘটনা তো প্রথমবার নয়, তৃণমূলের সাংসদকেই দেওয়া হয়েছে ভুয়ো ভ্যাকসিন। মুখ্যমন্ত্রীর নির্দেশে… pic.twitter.com/RjUwnxlDQ2
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 4, 2024
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us