নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, “তৃণমূল করে যে দু নম্বরি টাকা কামায় সে। কখনও চোখের সামনে হোয়াইট হাউস দেখেছেন? না দেখে থাকলে একবার আড়িয়াদহ চলে যান। সেখানে কিন্তু হোয়াইট হাউস রয়েছে।”
/anm-bengali/media/media_files/jtKBllMm9pWuHOmqoQKU.jpg)
তিনি আরও বলেছেন, “বাড়িটি 'গ্যাংস্টার' জয়ন্ত সিংয়ের। যার 'কুকীর্তির' ভিডিয়ো বেশ কয়েকদিন ধরে ভাইরাল। তাঁর বাড়িটি যদি একবার দেখেন চোখ আটকে যাবে আপনারও। তবে বাড়ি তৈরিতেও কিন্তু গুচ্ছ-গুচ্ছ অভিযোগ। পুকুরের একাংশ বুঝিয়ে এই প্রাসাদ তৈরি করেছে জয়ন্ত। আর এখানে বসেই চলত সমস্ত অপকর্ম।”
এছাড়াও অগ্নিমিত্রা বলেন, “দুধের ব্যবসা করেই কী এই বাড়ি? কীভাবে তৈরি হল? দুধের ব্যসা করে কী সত্যিই এত টাকা কামানো যায়? প্রশ্ন উঠছে এবং সেটাই স্বাভাবিক। অবশ্য জয়ন্ত একা নয় শাহজাহান থেকে শুরু করে সব অপকর্ম করা তৃণমূলীদেরই আজ একই বৈভব। আগে নিজের পকেট ভরো তারপর সব কিছু। এই নীতিতেই বিশ্বাসী তৃণমূলীরা।”
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)