/anm-bengali/media/media_files/x12safptS876x5x17vrN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল কংগ্রেসকে নিশানা করে ফের বিস্ফোরক টুইট করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন, “পুলিশের দাদাগিরির মর্মান্তিক মূল্য চোকালো একজন বাইশ বছরের যুবক। চোর সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানায় আবু সিদ্দিকীকে ধরে নিয়ে আসে পুলিশ এবং তার ওপর এমন অত্যাচার করে যে সেই যুবক শেষে মারা যায়।
/anm-bengali/media/media_files/gKRD1DaR72GF6Cn8e9pj.jpg)
পশ্চিমবঙ্গে পুলিশ আইনের রক্ষক নয়, আইনের ভক্ষক। তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করা এই পুলিশ আম জনতার সুরক্ষা কীভাবে করবে? মুখ্যমন্ত্রী মমতা আপনি জবাব দিন, পুলিশ মন্ত্রী হয়ে যায় এড়িয়ে যাবেন না।”
পুলিশের দাদাগিরির মর্মান্তিক মূল্য চোকালো একজন বাইশ বছরের যুবক। চোর সন্দেহে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানায় আবু সিদ্দিকীকে ধরে নিয়ে আসে পুলিশ এবং তার ওপর এমন অত্যাচার করে যে সেই যুবক শেষে মারা যায়।
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) July 9, 2024
পশ্চিমবঙ্গে পুলিশ আইনের রক্ষক নয়, আইনের ভক্ষক। তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করা… pic.twitter.com/fN7EOlOWWi
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us