পঞ্চায়েত নির্বাচন: 9230978451...ফোন করুন বিজেপিকে!

রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক এবং বিরোধী দল। একদিকে যেখানে তৃণমূল বিভিন্ন ধরনের জনসংযোগ কর্মসূচি গ্রহণ করছে সেখানে বিজেপি চালু করল হেল্পলাইন নম্বর।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
bjps.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মনোনয়ন তোলার প্রথম দিন থেকেই শাসক ও বিরোধী দলের সদস্যদের সংঘর্ষ শুরু। তার মধ্যে শনিবার থেকেই বিশেষ হেল্পলাইন নম্বর চালু করল গেরুয়া শিবির। মূলত, পঞ্চায়েত ভোট নিয়ে যে কোনও ধরনের সন্ত্রাস, হিংসার খবর বিজেপির এই হেল্পলাইন নম্বরে পাঠাতে পারে সাধারণ মানুষ। হেল্পলাইন নম্বর দুটি হল 9230978451, 9230978587। বিশেষ ই-মেইল আইডি চালু করেছে বিজেপি। ই-মেইল আইডি হল emergencyresponsebjp@gmail.com।