/anm-bengali/media/media_files/NiM32DDIDUVs1xPLn9Qm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ অরুণাচল প্রদেশের মনোনীত মুখ্যমন্ত্রী পেমা খান্ডু ও মন্ত্রী পরিষদের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
#WATCH | Assam Minister Ashok Singhal says "There is a huge enthusiasm in the people of the state. BJP is again coming to power in Arunachal Pradesh under the leadership of Pema Khandu. He will take oath as the CM at 11 AM. Union HM Amit Shah, Union Minister and party president… pic.twitter.com/VBaHl0uHUU
— ANI (@ANI) June 13, 2024
এই বিষয়ে আসামের মন্ত্রী অশোক সিঙ্ঘল বলেন, "রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। পেমা খান্ডুর নেতৃত্বে অরুণাচল প্রদেশে ফের ক্ষমতায় আসছে বিজেপি। সকাল ১১টায় মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের সভাপতি জেপি নাড্ডা, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং বিজেপির অন্যান্য নেতারা।"