নাবালিকাকে খুন, ধর্ষণ, এবার বিজেপি, উত্তপ্ত শিলিগুড়ি

মাটিগাড়ায় এক স্কুল ছাত্রীর সঙ্গে ঘৃণ্য অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিজেপি। প্রশাসনের জবাবদিহিতার দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

author-image
SWETA MITRA
New Update
BJP SILI.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও বিক্ষোভে সামিল হল বঙ্গ বিজেপি (BJP)। জানা গিয়েছে, আজ শনিবার শিলিগুড়িতেএককিশোরীকেধর্ষণেরপরহত্যারপ্রতিবাদেরাজ্যসরকারেরবিরুদ্ধেবিক্ষোভদেখালবিজেপি।

impact

সোমবারস্কুলথেকেবাড়িফেরারপথেশিলিগুড়িরমাটিগাড়াএলাকারএকটিপরিত্যক্তজায়গায়খুনহয়এক কিশোরী।শিলিগুড়িমেট্রোপলিটনপুলিশেরডিসিপিঅভিষেকগুপ্তাজানিয়েছেন, যেব্যক্তিনাবালিকাকেযৌননিপীড়নেরচেষ্টাকরেছিলএবংপরেতাকেহত্যারচেষ্টাকরেছিলতাকেগ্রেপ্তারকরাহয়েছে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে আজ শিলিগুড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি।