/anm-bengali/media/media_files/Q3yHRtdcDky7e3OwnJWv.jpg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী পছন্দ ও অপছন্দ হওয়া নিয়ে বিজেপি নেতাদের মধ্যে বচসা। আর তারপরেই শুরু মারামারি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ৫/২ অঞ্চলের পশ্চিম বেগুনি-চককুমার এলাকার৷ বিজেপির ডেবরা ২ মন্ডলের সহ সভাপতি জয়দেব দে-র অভিযোগ, ''বিজেপির যুগল দাসের সঙ্গে প্রার্থী নিয়ে আমার সঙ্গে কথা কাটাকাটি হয়। আর তাতেই হঠাৎ করেই বাড়ির ভেতর থেকে রড বের করে আমার মাথায় ও হাতে বার বার আঘাত করে। আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করি।পরে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে।আমি দলের নেতৃত্বদের বিষয়টি জানাবো।'' অপরদিকে, যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজেপি নেতা যুগল দাস বলেন, ''ও অন্য বুথে থাকে। মাঝ রাতে মদ্যপ অবস্থায় এসে আমার বাড়িতে ইট ছোঁড়ে,আমাকে মারধর করে।তাই আমি ওকে ঠেলে দিই। আমি কোনো মারামারি করিনি। ওর অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।ওর পছন্দের লোককে প্রার্থী করা হয়নি বলেই মাঝরাতে আমার বাড়িতে হামলা চালায়।''ঘটনায় শুরু রাজনৈতিক তরজা।ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিবেকানন্দ মুখার্জী জানান, ''ওদের কোনো লোক নেই।তাই নিজেরাই মারামারি করছে। আমরা চাই প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করুক।''
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us