BLO র তালিকায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির নাম! কমিশনে অভিযোগ বিজেপির

কি উত্তর দিল তৃণমূল?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-29 at 6.03.04 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভার খড়গপুর ২ নং ব্লকের চকমকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত কমার দে-র নাম BLO-র তালিকায়। এই নিয়ে বুধবারই নির্বাচন কমিশনে অভিযোগ জানান বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি। দ্রুত যাতে তার নাম বাদ দেওয়া হয় সেই আবেদন করা জয়েছে। 

অপরদিকে এই বিষয়ে খড়গপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ দত্ত বলেন, "এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিলেকশন। এখানে দলের কোনো ব্যাপার নেই। এটা নির্বাচন কমিশনই বুঝবে। তবে আমরা যেটুকু জানি উনি বেস্ট BLO হিসেবে মহকুমাশাসকের কাছে পুরস্কৃত হয়েছেন"। 

WhatsApp Image 2025-10-29 at 6.03.06 PM