New Update
/anm-bengali/media/media_files/rY4xLwVKabN5wDVDixzO.jpg)
নিজস্ব সংবাদদাতা: কালিয়াগঞ্জে (Kaliaganj) রাজবংশী যুবককে হত্যা করার প্রতিবাদে বিজেপির (BJP) ডাকা বনধ (Bandh) সফল বলে দাবি করছে বিজেপি। জলপাইগুড়ি, রায়গঞ্জ, দিনহাটা এবং শিলিগুড়িতে সরকারি এবং বেসরকারি বাস চলছে না বলে দাবি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত দোকানপাট। বনধ সফল কারণ রাস্তার মানুষজনের দেখা মেলেনি বলে দাবি করেছে বিজেপি। রায়গঞ্জে পুলিশের (Police) সামনেই দোকান বন্ধ করে দিতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us