মাঠে গড়াগড়ি খাচ্ছে ব্যালট পেপার, বাক্স, ভিডিও ঘিরে শোরগোল

এবার হুগলীর এক ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গেল। আজ সোমবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে বিজেপি (BJP)। যেখানে দেখা যাচ্ছে, মাঠে গড়াগড়ি খাচ্ছে ব্যালট পেপার, বাক্স।

author-image
SWETA MITRA
New Update
BJP BALLOT.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার হুগলীতে গড়াগড়ি খাচ্ছে ব্যালট বক্স। আর এই ব্যালট বক্স উদ্ধারকে ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল। সেইসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আজ সোমবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে বিজেপি (BJP)। এদিকে ভিডিও পোস্ট করে বিজেপি লেখে, ‘নির্বাচন = প্রহসনঅনেকআগেইসমাপ্তহয়েছে।কিন্তুপ্রহসনেরকিছুদৃষ্টান্তরয়েগেছে।আজহুগলিরপাণ্ডুয়াবিধানসভারবৈচিগ্রামেউদ্ধারহলোনির্বাচনেব্যবহিতব্যালটবক্স।অভিনন্দনমমতা-কমিশনকেগণতন্ত্রকেলুঠকরবারজন্য।