বিজেপির পথ অবরোধ, বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতারের দাবি

কোথায় হল এই বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-19 at 4.00.13 PM

নিজস্ব প্রতিনিধি, হাঁসখালি: হাঁসখালি থানার বড় মুড়াগাছা মোড়ে বিজেপির পক্ষ থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হল। বিজেপির অভিযোগ, বাংলাদেশ থেকে আসা বুলি দফাদার, ভারতে এসে হিন্দু পরিচয়ে লিপিকা বিশ্বাস নামে বসবাস করছেন এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের দাবি, এই মহিলা আসলে বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা। তিনি ভুয়ো পরিচয়ে দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাই তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

বিজেপি কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পথ অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

bjp flag