Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/BnaLSJJ5mktov2TZo4Bz.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ চলছে আজ। সেই নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। আজ গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণত টুডুর গাড়িতে ভাঙচুর হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ওপর ইট ছোঁড়া হয়। যার ফলে ইটের আঘাতে মাথা ফেটে যায় নিরাপত্তারক্ষীর। সংঘর্ষে মাথা ফাটল CISF জওয়ানেরও। ইটবৃষ্টির মুখে পালিয়ে বেঁচেছেন বিজেপি প্রার্থী প্রণত টুডু।
/anm-bengali/media/media_files/pdgSs7M6FD80kK0vScO7.jpg)
/anm-bengali/media/media_files/lpc2YxR3kWz0Vp4jFd70.jpg)
এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, “নিরাপত্তারক্ষী না থাকলে বেঁচে ফিরতাম না।” এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। ঘটনাস্থলে আরও কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দিয়েছে CEO।
/anm-bengali/media/media_files/655si5jUoZJanPsuZz3E.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us