Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/js9DIputKFgwOTF9YB3Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২০ মে পঞ্চম দফায় আরামবাগ লোকসভা কেন্দ্রের নির্বাচন। শেষ মুহূর্তে জোরকদমে প্রচারে তৃণমূল বিজেপি উভয়ই। গতকাল চন্দ্রকোনা শহরের খেজুরডাঙ্গা থেকে মল্লেশ্বরপুর পর্যন্ত রোড শো করেন তৃণমুলের স্টার ক্যাম্পেনার মন্ত্রী অরুপ বিশ্বাস সহ বিধায়ক লাভলী মৈত্র ও সোহম চক্রবর্তী।
/anm-bengali/media/media_files/bygb0KrPKcIsOHE1dFP6.jpg)
তারই পাল্টা হিসাবে শেষ মুহুর্তে প্রচারে খামতি রাখতে নারাজ গেরুয়া শিবির। কোনো হেভিওয়েট নেতা বা মন্ত্রী না থাকলেও দলীয় নেতা কর্মীদের নিয়ে হুড় খোলা গাড়িতে আজ সকালে চন্দ্রকোনা শহরের জয়ন্তীপুর থেকে প্রচারে নামেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার। জয়ন্তীপুর থেকে গোঁসাইবাজার,গাছশীতলা রাজ্যসড়ক ধরে ভোটের প্রচার করেন বিজেপি প্রার্থী। শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীকে কাছে পেয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো।
/anm-bengali/media/media_files/tVb62htESG36FLMUpVEc.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us