বনধ ডাকল বিজেপি

কি বলল বিজেপি?

author-image
Aniket
New Update
WhatsApp Image 2025-08-21 at 21.31.22

নিজস্ব প্রতিনিধি: ডেবরার লোয়াদা এলাকায় এক আদিবাসী যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। যুবককে মারধর করে খুন করার অভিযোগও উঠেছিল আবগারি দপ্তরের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবার ডেবরা বিধানসভা এলাকায় ৬ ঘণ্টার বনধ ডাকল বিজেপি। আগামী ২৩ আগস্ট, শনিবার ডেবরা বিধানসভা এলাকায় বনধ্ কর্মসূচি পালন করবেন বিজেপির নেতা-কর্মীরা। ওই দিন সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বনধ্ কর্মসূচি পালন করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ডাক্তার সোরেন (২৪)। তাঁর বাড়ি ডেবরার অনন্তবাড় এলাকায়। ওই যুবক নিষিদ্ধ মদের ব্যবসা করতেন। গত ১৮ আগস্ট সোমবার ভোরে ব্যবসার কাজে পূর্ব মেদিনীপুরের দিকে যাচ্ছিল ডাক্তার। সেই সময় লোয়াদা এলাকায় আবগারি দপ্তর তাঁকে ধরে ফেলে। স্থানীয় প্রশাসনের একাংশের মতে, ধৃত যুবককে আটক করে বাইকে করে নিয়ে যাওয়ার সময় বাইক থেকে ঝাঁপ দেন ডাক্তার। তাঁকে উদ্ধার করে প্রথমে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়। কিন্তু সোমবার চিকিৎসাধীন অবস্থায় ডাক্তারের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

এরপর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, বেধড়ক মারধরের ফলে ডাক্তারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ডেবরা বাজার এলাকায় বিক্ষোভ দেখায় আদিবাসী সমাজের মানুষ। সেই ডেবরা বাজার সংলগ্ন এলাকা থেকেই ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাসকে আটক করে পুলিস। অভিযোগ ছিল, বিজেপি নেতা উস্কানি মূলক কার্যকলাপ করছিলেন।  বুধবার জেলার বিভিন্ন প্রান্তে এই ঘটনার প্রতিবাদ জানায় বিজেপির নেতা কর্মীরা। এদিন ঘাটাল-সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস বলেন, আদিবাসী সমাজের মানুষকে নানা ভাবে সমস্যায় ফেলা হচ্ছে। তাই ডেবরা বিধানসভা এলাকায় ৬ ঘণ্টার বনধ ডাকা হয়েছে। ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। কেউ দোষ করলে নিশ্চয় শাস্তি পাবে। কিন্তু এভাবে কর্মনাশা বনধ ডাকার তীব্র নিন্দা করছি। এরফলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ।