New Update
/anm-bengali/media/media_files/hCy773r4hr31oshZ5x1W.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুর লোকসভার দাঁতন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাবরা গ্রামে বিজেপি বুথ কর্মীকে মারধর ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের এবং মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
/anm-bengali/media/media_files/Fgm6QCvnaRf75rnuR28O.jpg)
অভিযোগ উঠেছে, শান্তিপূর্ণভাবে ভোট চলাকালীন তৃণমূলের এক বিরাট বাহিনী এসে বুথে ঢুকে বিজেপির কর্মীকে মারধর করে। এরপর সাবরা গ্রাম জুড়ে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করে তৃণমূল। এমনটাই অভিযোগ উঠেছে।
/anm-bengali/media/media_files/T7YRwUBWf8xHMGISkyeD.jpg)
পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দুষ্কৃতিদের সরিয়ে দিয়ে আক্রান্ত বিজেপি কর্মীদের ফের মারধর করে। সেই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। তাকে ঘিরে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূলের কর্মকান্ড নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। বিজেপি কর্মীরা পাল্টা হুশিয়ারি দেন পুলিশ সরে যাক তারপর আমরা বুঝে নেব।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us