New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বাকচা বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়া খুনের মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা বুদ্ধদেব মন্ডল।
প্রসঙ্গত, ২০২৩ ১মে ময়নার বাকচা বিজেপি বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা। এরপর তদন্তভার কোর্টের নির্দেশে NIA হাতে তুলে দেওয়া হয়। তারপর একের পর এক NIA-এর হাতে গ্রেপ্তার হতে দেখা গিয়েছে অভিযুক্তদের।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/04/whatsapp-image-2025-12-04-at-205934-2025-12-04-21-26-30.jpeg)
আজ পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে বুদ্ধদেব মন্ডল নামে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করে NIA। বুদ্ধদেব মণ্ডলের বাড়ি ময়নার বাকচা গোড়ামহল এলাকায়। তিনি বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের সঙ্গে জড়িত। খুনের পর থেকে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়েছিলেন বুদ্ধদেব। পশ্চিম মেদিনীপুর পিংলার এক গোপন জায়গায় ছিলেন বুদ্ধদেব। তাকে আজ সকালে গ্রেফতার করে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us