মন্দিরে দুষ্কৃতি তান্ডবের প্রতিবাদে পথ অবরোধ বিজেপির

মন্দিরে দুষ্কৃতি তান্ডবের প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ প্রশাসন,পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপির নেতৃত্বরা।

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-02 at 18.29.13 (1).jpeg

নিজস্ব সংবাদদাতা: শনিবার সকালে মায়াপুর থেকে ধুবুলিয়া, ও ৩৪ নং জাতীয় সড়ক সংযোগ কারী মূল রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি,  উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যে কমিটির সদস্য গৌতম পাল সহ অনেকেই । তাদের দাবী গতকাল রাতে স্থানীয় শ্রী চৈতন্য গৌড়ীয় বেদান্ত মঠে হামলা চালায় একদল দুস্কৃতীরা , ও ভেঙ্গে ফেলা হয়েছে তুলসী দেবীর মূর্তীর একাংশ,  আর এরই প্রতিবাদে ও দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবীতে এই পথ অবরোধ। 
এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ প্রশাসন,পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিজেপির নেতৃত্বরা।