New Update
/anm-bengali/media/media_files/l5xXk36QykxusKtUPNZD.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বিজেপির বাংলা বনধের প্রভাব পড়লো রেল চলাচলে। উত্তর থেকে দক্ষিণ সর্বদিকে স্তব্ধ হল রেলের চাকা। ভোগান্তিতে পড়তে হল অফিস যাত্রীদের। এমনকি মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেল গণদেবতা এক্সপ্রেস, ব্ল্যাক ডাইমন্ড এক্সপ্রেস। এদিন প্রথমে সকাল থেকে বনগাঁ, ব্যারাকপুর একে একে সব স্টেশনে রেল রোকো কর্মসূচী পালন করেন বিজেপি কর্মী সমর্থকেরা। শিয়ালদাহ দক্ষিণ শাখায় নামখানা স্টেশনে কলাগাছ ফেলে রেল স্তব্ধ করে দেওয়া হয়। পুলিশ বোঝাতে গেলেও পুলিশের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে দলীয় কর্মীরা। সব জায়গাতেই বেশ কয়েক ঘন্টা পর গিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়।
/anm-bengali/media/media_files/aEyrXLxuLgjUWZTG2qGE.png)
/anm-bengali/media/media_files/h2sD1o87smXDNfBUlX0g.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us