New Update
/anm-bengali/media/media_files/2024/11/13/dj3bg1EXM0io8ab13auU.jpeg)
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ তৃণমূল প্রার্থীর ছবি দেওয়া ভোটের স্লিপ বিলি হচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে। সূত্র মারফত জানা গিয়েছে যে, টোটোতে বসেই চলছে তালডাংরা বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর ছবি দেওয়া স্লিপ বিলি। বাঁকুড়ার তালডাংরা বিধানসভার উপনির্বাচনে ১২১ নম্বর বুথ পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয়ে এমনই ছবি ধরা পড়লো সংবাদ মাধ্যমের ক্যামেরায়।
/anm-bengali/media/post_attachments/c99a686a-d96.png)
আরও জানা গিয়েছে যে, টোটোতে বসে চলছে ঐ স্লিপ বিতরণ, তার পাশেই বহিরাগতদের আনাগোনা। তবে স্লিপ বিতরণ করা ব্যক্তি নিজেই তৃণমূল কর্মী বলে মেনে নেন। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি।
/anm-bengali/media/post_attachments/cb01435e-edf.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us