/anm-bengali/media/media_files/bxOkURO3y8uaSWCrI5XZ.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আশঙ্কায় সত্যি! ফলাফলের গতি বুঝতেই উত্তপ্ত হয়ে উঠল বিষ্ণুপুর কেন্দ্র। প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ে আঁচ পড়ল গোটা গণনা চত্বর জুড়ে। ভাঙল চেয়ার, ভাঙল পাখা, লাঠি উঁচিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল—বিজেপি সমর্থকরা।
এদিন, বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ প্রথম থেকেই এগিয়ে রয়েছেন। মার্জিন খুব একটা বেশি না থাকলেও পিছিয়ে রয়েছেন তৃণমূলের প্রার্থী তথা সৌমিত্র খাঁ-এর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল। তাঁদের মধ্যে ভোটের ব্যবধান ৩১৪১। আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
/anm-bengali/media/media_files/3KhoRgIcq7jfLydWKHOh.png)
বিজেপির অভিযোগ, প্রথম তৃণমূলের কর্মী সমর্থকেরা লাঠি উঁচিয়ে তেড়ে আসেন। আর প্রাণ বাঁচাতে পাল্টা লাঠি হাতে তুলে প্রতিবাদ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গণনা কেন্দ্রের এই পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে। উভয় দলের কর্মী সমর্থকদেরই বেশ কিছুট দূরে সরিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
/anm-bengali/media/media_files/p2JJpRHAigkUUyuGqMxl.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us