New Update
/anm-bengali/media/media_files/zF2QmKt86W0bOnGS56Jr.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আজ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) জন্মদিন। আর এই বিশেষ দিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে বিজেপি। আজ এক টুইট বার্তায় বিজেপির তরফে লেখা হয়েছে, ‘লড়াকু নেতা, হাজার হাজার কর্মকর্তাদের মনে যিনি শক্তি সঞ্চার করেন, আমাদের সকলের অভিভাবক, প্রিয় রাজ্য সভাপতি ও বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার মহাশয়ের জন্মদিবসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।‘ এদিকে এহেন শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি হয়ে গিয়েছেন বালুরঘাটের সাংসদও। তিনি পাল্টা এক টুইট বার্তায় লেখেন, ‘আপনাদের কাছ থেকে জন্মদিনের এমন আন্তরিক শুভেচ্ছা পেয়ে আমি সত্যিই ধন্য বোধ করছি। আমার দিনটি উজ্জ্বল করার জন্য সকলকে ধন্যবাদ!’
I feel truly blessed to receive such heartfelt birthday wishes from you. Thank you for brightening my day!@BJP4Bengalhttps://t.co/5W5xftCmKg
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) December 29, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us